সিনান আহমেদ শুভ, রাজবাড়ী প্রতিনিধি।।
আনন্দ মুখর পরিবেশে রাজবাড়ীতে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় রাজবাড়ী জেলা শহরে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় শহীদ খুশি রেলওয়ে ময়দানে। এ জামাতে ইমামতি করেন, মাওলানা আবু সাইয়িদ তায়্যেবী।

উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতুসহ কয়েক সহস্রাধিক মুসুল্লী। পরে দোয়া মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।

অপরদিকে, জেলা শহরে তালিভুক্ত ১৭টি ঈদ জামাতসহ ছোট বড় আরো বেশ কিছু জামাত অনুষ্ঠিত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে