আন্তর্জাতিক অঙ্গনে মানুষ গণমাধ্যমের ওপর দিন দিন আস্থা হারাচ্ছে। সম্প্রতি বিশ্বের ৪৬টি দেশের ওপর পরিচালিত রয়টার্সের বার্ষিক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপের তথ্য অনুযায়ী, প্রতি ১০ জনের মধ্যে তিনজনের ধারণা গণমাধ্যমগুলো সমাজের চেয়ে তাদের বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থকে এগিয়ে রাখছে।
মিডিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা নিয়ে সম্প্রতি জরিপ চালায় রয়টার্স। এতে ১০ জনের মধ্যে ৩ জনের অভিযোগ, তারা যেসব সংবাদ দেখেন তা পক্ষপাতদুষ্ট। এছাড়া, শতকারা ১৬ ভাগ মানুষ মনে করেন প্রচারিত খবরের তথ্য তাদের কোনো কাজে আসে না।করোনা মহামারির সংবাদগুলোকে হতাশাজনক উল্লেখ করে ৩৮ শতাংশ মানুষ বলেছেন, এসব সংবাদ তারা এড়িয়ে চলছেন। কারণ এসব সংবাদ পুনরাবৃত্তির দোষে দুষ্ট।
জরিপে অংশ নেয়া ব্রিটিশদের মধ্যে সংবাদ এড়িয়ে চলার হার সবচেয়ে বেশি। যা প্রায় ৪৬ শতাংশ। এবং এই হার ৬ বছর আগের তুলনায় দ্বিগুণ।জরিপ বলছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ব্রিটিশ গণমাধ্যম বিবিসির। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ২০ শতাংশ পয়েন্ট হারিয়েছে গণমাধ্যমটি।গণমাধ্যমের প্রতি অবিশ্বাসের কারণ হিসেবে যুক্তরাজ্যের বাসিন্দাদের অভিযোগ, সংবাদ সংস্থাগুলো সমাজের চেয়ে তাদের বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থকে এগিয়ে রাখছে।
এদিকে, বিশ্বব্যাপী ৪২ শতাংশ উত্তরদাতা বলছেন, তারা বেশিরভাগ সময় সাংবাদিকদের বিশ্বাস করেন। তবে, যুক্তরাষ্ট্রে এ সংখ্যা মাত্র ২৬ শতাংশ।বিশ্বজুড়ে রাজনৈতিক সঙ্কট, আন্তর্জাতিক সংঘাত ও বৈশ্বিক মহামারির অতিরিক্ত প্রচারের কারণে মিডিয়ার প্রতি জনসাধারণের অনীহা তৈরি হচ্ছে বলে মনে করেন জরিপ পরিচালক নিক নিউম্যান।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














