মো:দিল সিরাজগঞ্জ সংবাদদাতা।। সিরাজগঞ্জে ড্রাগন ফল চাষ করে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো.শহিদুল ইসলাম। তিনি ছোট বেলা থেকেই গাছ প্রমিক ছিলেন। কোন প্রশিক্ষণ ছাড়াই নাটোর-চুয়াডাঙ্গা থেকে ড্রাগন চারা সংগ্রহ করে তার জমিতে গত এপ্রিল মাসের শুরুতেই চারা রোপন করেছিলেন। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, জেলায় মোট ৩-৪ হেক্টর জমিতে ড্রাগন ফল চাষ করা হয়েছে। এর মধ্যে শহিদুল ইসলামের বাগানটি সবচেয়ে বড়। সরেজমিনে দেখা যায়, সিরাজগঞ্জে কড্ডা গ্রামে ৪ বিঘা জমিতে চাষ করেছেন ড্রাগন ফল বাগান। বাগানটিতে রেড, ব্লাক,হোয়াইট, রেড বেল্ট ভেল্ট মোট ৬ প্রজাতির ড্রাগন ফল রয়েছে। গাছে গাছে ফুল ও ফল এসেছে। চারা এমনকি অনেক গাছে ৪৫০-৫০০ গ্রাম ওজনের ফল রয়েছে। বাগানটি পরিচর্যার জন্য ৬-৮ টি শ্রমিকসহ শিড লিংক এর মার্কেটিং অফিসার নিযুক্ত রয়েছেন। এখন পর্যন্ত গাছের ও ফলের পোকা আক্রমণ করতে পারে নাই। বাগানটির নাম দিয়েছেন আরএস ডেইরি এগ্রো ফার্ম।
শহিদুল ইসলাম জানান, পৃথিবীর অন্যান্য ফসলের তুলনায় ড্রাগন ফল চাষ ব্যাপক লাভজনক। যদি কেউ একবার বিনিয়োগ করে এক বছর কষ্ট করে তাহলে সেখান থেকে ২৫-৩০ বছর প্রতিনিয়ত লাভ আসবে। ২০ বিঘা অন্যান্য ফসল এবং ১ বিঘা ড্রাগন চাষ প্রায় সমান। আমি গত ১ বছর হলো ড্রাগন চাষ শুরু করেছি। ৪ বিঘা জমিতে প্রায় ১৮ লক্ষ টাকা খরচ হয়েছে। কেউ যদি উদ্যোগক্তা হতে চাই আমি তাকে সার্বিক সহযোগিতা করবো। দেশে-বিদেশে ড্রাগন ফলের অত্যান্ত চাহিদা থাকায় বেশি দামের পাশাপাশি বৈদেশিক মুদ্রা লাভ সম্ভব। এতে যেমন কৃষক লাভবান হবেন দেশের অর্থনৈতিক দিক দিয়েও লাভবান হবেন। বাংলাদেশের আবহাওয়াতে অক্টোবর পর্যন্ত ফল থাকবে। বছরে মোট ৪ টি জোয়ার আসে। ঘড়ির কাটা ঠিক রাত ৮ টা বাজলে ড্রাগন ফুল ফোটে। বর্তমান বাজার দর প্রতি কেজি ড্রাগন ফলের দাম ৫০০-৬০০ টাকা।
শীড লিঙ্ক এর মার্কেটিং অফিসার পলাশ দিপ বলেন, বাংলাদেশের সব অঞ্চলেই ড্রাগন ফল চাষ হচ্ছে। অন্যান্য ড্রাগন ফল তুলনায় এই বাগানটি ভিন্ন। আমি প্রতিনিয়ত ড্রাগন ফল বাগানে দেখাশোনা করছি। এখন পর্যন্ত ফল ও গাছে কোন প্রকার পোকা মাকর আক্রমণ করে নাই। আশাকরি ড্রাগন ফল চাষে লাভবান হবেন। সিরাজগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষি বীদ রোস্তম আলী বলেন, ড্রাগন ফল চাষ অত্যান্ত লাভজনক। জেলায় বিভিন্ন অঞ্চলে ড্রাগন ফল চাষ করেছেন। একবার চারা রোপন করলে একটি গাছের স্থায়িত্বকাল ২০-২৫ হয়ে থাকে। এছাড়াও ড্রাগন চাষিদের সকল ধরনের পরামর্শ দিয়েছি।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে