পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযানে দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ভোর হওয়ার আগেই মসজিদে প্রবেশ করে ইসরায়েলি পুলিশ।

যেখানে হাজারো মুসল্লি ফজরের নামাজ আদায়ের জন্য জড়ো হয়েছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ মুসল্লিদের ওপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়ছে। জবাবে ঢিল ছুড়ছে মুসল্লিরা।ফিলিস্তিনের গণমাধ্যম বলছে, অনেকে আহত অবস্থায় মসজিদের ভেতরে আটকরা পড়েছেন। এদিকে ইসরায়েলি পুলিশের দাবি, ইহুদি প্রার্থনা স্থানের দিকে ঢিল ছুড়তে থাকা ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে অভিযান চালায় তারা। গত ৩ সপ্তাহে ইসরায়েলি সেনার গুলিতে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহত দেড় শতাধিক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অনেকের শরীরে গুলি লেগেছে। কেউ কেউ আবার সাউন্ড বোমায় আহত হয়েছেন। কয়েকজন সরাসরি মারধরেরও শিকার হয়েছেন।

ইসরায়েলি পুলিশের দাবি, পবিত্র আল–আকসা মসজিদ প্রাঙ্গণে পাথর ছুড়ছিল একদল মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে পুলিশ।

মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান বলে বিবেচিত। আর ইহুদিদের কাছে এটি খ্যাত টেম্পল মাউন্ট নামে। তারাও এটিকে তাদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে থাকে। বছরের পর বছর চলতে থাকা ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের মূলে রয়েছে এই পবিত্র মসজিদ।

গত বছর রমজান মাসেও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে