ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম পর্যায় শেষ হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, এখন মস্কোর উদ্দেশ্য হবে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনবাস এলাকাকে সম্পূর্ণ স্বাধীন করা। তবে পশ্চিমা দেশগুলো বলছে, অভিযানে ব্যর্থ হয়েই নতুন এই উদ্দেশ্য তৈরী করেছে ক্রেমলিন।
এদিকে যুদ্ধ শুরুর পর ইউক্রেনে নিহত রুশ সেনার সংখ্যা প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কো নিজেদের ১৩শ’ সেনা নিহত হয়েছে বলে দাবি করলেও জেলেনস্কি জানিয়েছেন, নিহত রুশ সেনার সংখ্যা ১৬ হাজারের বেশি। বারদিয়ানস্ক, হারকিভ, খারসনসহ ইউক্রেনজুড়ে চলছে তুমুল সংঘর্ষ।
শান্তি আলোচনার ছয়টি বিষয়ের মধ্যে চারটিতে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে রাশিয়া ও তুরস্ক। তবে এই দাবি নাকচ করে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা জানান, মস্কোর সঙ্গে শান্তি আলোচনার বিষয়টি খুবই জটিল।এদিকে অবরুদ্ধ মারিওপোলের মানবিক পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শিগগিরই আলোচনায় বসার কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
তথ্যঃ ডিবিসি নিউজ














