পানামা পেপার্স কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে। তাকে মূলত বিদেশে সম্পদ লুকিয়ে রাখার অভিযোগে জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সোমবার ঐশ্বরিয়ার এই ব্যাপারে প্রমাণসহ এজেন্সিতে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের ব্যাপারে ঐশ্বরিয়া আরো সময় চেয়েছেন বলে জানানো হয়েছে। এর আগেও দুইবার তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে তলব করা হলে তিনি আরও সময় চেয়েছিলেন। এমনকি পানামা কেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে অভিষেক বচ্চনেরও।

২০১৬ সালের এপ্রিল মাসে ১ কোটি ১৫ লক্ষ গোপন নথি ফাঁস হয়েছিল যা পানামা পেপার্স কেলেঙ্কারি বলে পরিচিত । বিভিন্ন দেশের অনেক মানুষ বিদেশে কত পরিমাণ সম্পত্তি গচ্ছিত রেখেছেন, তা নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছিল সে সময়। নথিগুলির কিছু ১৯৭০ এর দশকের। পানামার একটি ল ফার্ম এবং কর্পোরেট পরিষেবা প্রদানকারী সংস্থা মোসাক ফনসেকা এই নথি তৈরি করেছিল। মূলত কর ফাঁকি দেয়ার জন্যই বিদেশে সম্পদ গচ্ছিত রাখা হয়েছিল বলে দাবি করা হয়।

পানামা পেপার্সে নাম থাকায় আদালতের নির্দেশে পাকিস্তানে প্রধানমন্ত্রিত্ব খোয়াতে হয়েছে নওয়াজ শরিফকে। অমিতাভ বচ্চন-সহ বেশ কিছু বিশিষ্ট ভারতীয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছিল নরেন্দ্র মোদি সরকার।

পানামা পেপার্সের দ্বিতীয় দফার তথ্য প্রকাশ্যে আসতেই দেশটির কেন্দ্রী সরকার জানিয়েছিল, বিষয়টির ওপর তারা নজর রাখছে। প্রথম পর্যায়ের পানামা নথির তথ্যের ভিত্তিতে বিভিন্ন তদন্ত সংস্থা ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। এর মধ্যে ৬২টির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ফলে সরকার ১১৪০ কোটি টাকার অঘোষিত সম্পত্তি চিহ্নিত করতে পেরেছে। এর পর এই মামলা সম্পর্কে খবর তেমন ভাবে প্রকাশ্যে আসেনি। ঐশ্বরিয়াকে তলব করার মধ্যে দিয়ে ফের তা প্রকাশ্যে এলো।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে