
ইউরোপ ডেস্ক রিপোর্ট: গত ২৮ নভেম্বর রোজ রবিবার বিকেলে রাজধানী রোমের ভিয়া প্রেনেস্তিনা গীর্জার হলে ইতালী আওয়ামীলীগেরত্রিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাহতাব হোসেনকে সভাপতি ও ইতালি আওয়ামী লীগের সাবেক যুগ্মসম্পাদক জনাব আলিমগীর হোসেনকে সাধারন সস্পাদক ও সরদার লুৎফর রহমানকে সহসভাপতি এবং আব্দুর রবমিন্চুকে সহ সাধারন সম্পাদক নির্বাচিত করে ইতালী আওয়ামীলীগের ত্রিবার্ষিক সন্মেলন এর কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপ থেকে আমাদের সহকর্মী জিএম নাজমুল আহসান তুহিন জানান।দেশের বিভিন্ন প্রভিন্স ও ইউরোপ এর বিভিন্ন দেশে বসবাসরত ইতালী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বংগবন্ধুর আদর্শেরসৈনিকেরা এ সন্মেলনে যোগদান করেন।পবিত্র কুরআন,গীতা,ও বাইবেল পাঠের পর জাতীয় সংগিতের মধ্য দিয়ে অনুষ্ঠান এর কার্যক্রম শুরু করেন।ইতালিআওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুর রব ফকিরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব সোয়েবদেওয়ানের সঞ্চালনায় ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে ইতালী আওয়ামীলীগের অতিতবর্তমান ও ভবিষ্যত কার্জক্রম নিয়ে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনের আহবায়কজিএম কিবরিয়া,প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন,মোঃ মাহতাব হোসেন,আবু সাঈদ খান,হাজী মোঃজসিন,আবতাব বেপারী, উদ্দিন,সরদার লুতফর রহমান,আব্দুর রব মিন্টু,নজরুল ইসলাম মাঝী,ফ্রান্স থেকে আগতআব্দুল্লাহিল বাকি,বলোনিয়া আওয়ামী লীগের আহবায়ক মুসা আহমেদ,কিটন শিকদার,দীন মোহাম্মদ,মুন্সুর আহমেদ শীপু,ইকবাল আহমেদ ঢালী,হান্নান মোল্লা, মোল্লা,ডেন মার্ক থেকে আগতলিংকন মোল্লা প্রমুখ সহ বিভিন্ন প্রভিন্স থেকে আগত নেত্রিবৃন্ধ আওয়ামীলীগ ও যুব লীগের ওঅন্যান্য নেত্রী বৃন্ধ।
এ সময় মাননীয় প্রধান মন্ত্রীর নিজ হাতে লেখা সন্মেলনকে সাফল্য মন্ডিত করে ত্যাগী নেতাদের সমন্বয় ইতালী আওয়ামীলীগের কমিটি গঠনের আব্বান জানান, বানীতে প্রধানমন্ত্রী দেশের সকল উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রবাসীবাংলাদেশীদেরকে দেশে আরো বেশী বেশী বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সগিতানুষ্ঠানের পর সন্মেলনের আহবায়ক জিএম কিবরিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিবআবু সাঈদ খানের সঞ্চালনায় ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সভাপতি প্রার্থী মাহতাব হোসেন ,ইউরোপ আওয়ামীলীগের সাবেক মহিলা সম্পাদিকা হোসনেয়ারা কিবরিয়া ও সরদার লুতফর রহমান এবং সাধারনসম্পাদক প্রাথী আলমগীর হোসেন ও আব্দুর রব মিন্টু দলের ভবিষ্যত পরিকল্পনা এবং কার্য্যক্রম নিয়ে বক্তব্য প্রদান করেন।
শেষে বিভিন্ন এলাকা থেকে আগত অন্যান্য অঞ্চলের নেতা কর্মীদের পরিচিতি মুলক বক্তব্যের শেষে ত্রিবার্ষিক কাউন্সিলেরআহব্বায়ক সর্ব ইউরোপীয় আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক জিএম কিবরিয়া ইতালি আওয়ামী লীগের অতিতও ভবিষ্যত পরিকল্পনা সহ ইতালি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেত্রী ব্রীন্ধের দায়িত্ব ও কর্তব্য সহ বহু দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।অত:পর ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের ফলাফলে ইতালি আওয়ামীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাহতাব হোসেনকে সভাপতি ও সরদার লুতফর রহমানকে সহ সভাপতি এবংইতালি আওয়ামী লীগের সাবেক সহকারী সাংগাঠনিক সম্পাদক জনাব আলমগীর হোসেনকে সাধারন সম্পাদক ও ইতালিআওয়ামী লীগের আরেক সাংগাঠনিক সম্পাদক জনাব আব্দুর রব মিন্টুকে সহ সাংগাঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষনাকরেন।পরে নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকে ফুল দিয়ে বরন করে পুর্বের সভাপতি সাধারন তাদের দায়িত্ব নবনির্বাচিতদেরকে বুঝিয়ে দেন।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি সমাগত সকলকে ধন্যবাদ জ্ঞ্যাপন করে স্বাগত বক্তব্যপ্রদানকালে বলেন জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে সোনার বাংলায় রুপান্তরিত করতে ৪১ এর ভিশন বাস্তবায়ন করতে হবে।তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানেরসমাপ্তি ঘোষনা করেন।
নাজমুল আহসান তুহিন
রোম, ইতালী ।। বিডি টাইমস নিউজ














