ইজতেমার দ্বিতীয় দিনে বয়ান করছেন বিশিষ্ট আলেমরা। ঠান্ডা কম থাকায় স্বস্তিতে ইবাদত বন্দেগি করছেন মুসল্লিরা। এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে রাত ১২টার পর গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর এবং কামারপাড়া থেকে মীরের বাজার পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল ।

দ্বিতীয় দিনের শুরুতে ফজরের নামাজের পর শুরু হয় দেশ বরণ্যে আলেমদের বয়ান।এরপর ইজতেমা শেষে সারা দেশে দিনের দাওয়াত দিতে তাবলিগ দল গঠন, বিদেশে বাংলাদেশের প্রতিনিধি পাঠানো নানা বিষয়ে আলোচনা হয়। আখেরি মোনাজাতের আগে শেষ বয়ানে অংশ নিচ্ছেন ১৬ জেলার মুসল্লি।

প্রথম দফার চেয়ে এবার ঠান্ডা কম থাকায় মুসল্লিরা স্বস্তিতেই ইবাদত বন্দেগি করছেন।আখেরি মোনাজাত উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা-চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত কালীগঞ্জ-টঙ্গী সড়কের কামারপাড়া থেকে মীরের বাজার পর্যন্ত সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প হিসেবে ভোগড়া বাইপাস দিয়ে কোনাবাড়ি ও চন্দ্রা হয়ে এবং বিপরীত দিকে ৩০০ ফুটের রাস্তা দিয়ে গাড়ি চলবে।

এছাড়া মুসুল্লিদের সুবিধায় ভোগড়া বাইপাস মোড় থেকে নির্ধারিত সময় পর্যন্ত ১৫টি শাটল বাস চলবে। এছাড়াও থাকছে ১৯টি বিশেষ ট্রেন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে