
এখন থেকে সারাদেশে একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া যাবে। রোববার সারাদেশের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।
বিকেলে রাজধানীর আইইবি ভবনে বিটিআরসি আয়োজিত এক অনুষ্ঠানে ‘এক দেশ এক রেট’ ট্যারিফের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। ‘এক দেশ এক রেট’-এর আওতায় ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্রথম প্যাকেজে ৫ এমবিপিএসের মূল্য সর্বোচ্চ ৫০০ টাকা, দ্বিতীয় প্যাকেজে ১০ এমবিপিএসের মূল্য ৭০০ থেকে ৮০০ টাকা এবং তৃতীয় প্যাকেজে ২০ এমবিপিএসের মূল্য ১১০০ থেকে ১২০০ টাকা।
এসময় মন্ত্রী বলেন, ‘প্রান্তিক পর্যায়ে ইইন্টারনেট সেবা পৌঁছানোর জন্য এই মূল্য নির্ধারণ করা হয়েছে। যাতে সবার বাড়িতে ইন্টারনেট পৌঁছে যায় এবং সবাই ডিজিটালাইজেশনের সুবিধা নিতে পারে। ব্রডব্যান্ড সেবা প্রত্যেক নাগরিকের অধিকার। বেশি দামের কারণে যাতে কেউ ডিজিটাল সেবা থেকে বঞ্চিত না হয় সেকারণে ব্রডব্যান্ডের দাম নির্ধারণ করা হয়েছে। এমন কোনো অঞ্চল থাকবে না যেখানে দ্রুতগতির ইন্টারনেট সেবা থাকবে না।’
বিটিআরসিতে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিমসহ অনেকে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














