
করোনায় অর্থনৈতিক মন্দার মধ্যেও দেশের হাইটেক পার্কগুলোতে বিনিয়োগ বেড়েছে। সৃষ্টি হচ্ছে অনেক কর্মসংস্থান। মহামারির সময় তথ্যপ্রযুক্তির চাহিদা বাড়ায় ব্যবসায়িরা হাইটেক পার্কে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
দেশে সাতটি হাইটেক পার্ক প্রস্তুত হওয়ার পরও গতবছর পর্যন্ত বিনিয়োগকারীদের আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। এ পর্যন্ত বেসরকারি খাতে বিনিয়োগ হয়েছে ৩২৭ কোটি টাকা। তবে, চলতি অর্থ বছরে হাইটেক পার্কে দেশি-বিদেশি বিভিন্ন বড় কোম্পানি থেকে বিনিয়োগ প্রস্তাব আসতে শুরু করেছে।
সম্প্রতি দুই হাজার ৫৫০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে কাজ শুরু করেছে চীনের ওরিক্স বায়োটেক নামের একটি প্রতিষ্ঠান। এই পার্কে করোনাকালে বিভিন্ন প্রতিষ্ঠান ৬৬১ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। অন্য ছয়টি পার্কেও অশানুরূপ বিনিয়োগ আসছে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া, করোনাকালে হাইটেক পার্কে প্রায় ৭ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানান কর্মকর্তারা। হাইটেক পার্কগুলোতে দৃশ্যমান উন্নয়ন এবং করোনায় প্রযুক্তির চাহিদা বাড়ায় বিনিয়োগ আসতে শুরু করেছে বলেও মনে করেন তারা। দেশে মোট ৩৯টি হাইটেক পার্কের কাজ চলছে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














