বাংলাদেশ থেকে নৌপথে খাদ্যপণ্যের প্রথম চালান গেল ভারতে। এর মাধ্যমে উন্মোচিত হলো দেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনা। আজ মঙ্গলবার (১৬ মার্চ) সকালে নরসিংদীর ঘোড়াশালে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের।

এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নৌপ্রটোকল চুক্তির আওতায় খাদ্যপণ্যবাহী জাহাজ ভারতের উদ্দেশে রওনা হয়েছে। দুপুর একটার দিকে পণ্যবাহী জাহাজটি ভারতের উদ্দেশে রওনা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান, বাণিজ্যসচিব ড. মুহাম্মদ জাফর উদ্দিন, নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, প্রাণ গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমরেড গোলাম সাদেক, এনডিপি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে