রোববার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে তাদের অফিসিয়াল পেইজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এস.পি.এস.সি এর ডিরেক্টর আলাউদ্দীন ফারুকী প্রিন্সের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল আলী আদনানের সঞ্চালনায় অনলাইনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যামাজান ওয়েব সার্ভিসের সল্যুশন আর্কিটেক ম্যানেজার মোহাম্মাদ মেহেদীউজ্জামান, এ.আই.ইউ.বি এর সহকারী অধ্যাপক এহসানুল হক, কানাডার স্টাটিক আউটলুক কনসালটিং এর সিনিয়র সাইবার সিকিউরিটি কনসালটেন্ট শাখাওয়াত হোসাইন, গুগলের আইয়্যারল্যান্ড শাখার সফটওয়্যার ইঞ্জিনিয়র কাজি সাদিল। এছাড়াও কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জাপান-বাংলাদেশ রোবটিকস অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের ফাউন্ডার ও চেয়ারম্যান মোহাম্মাদ ফরহান ফেরদৌস, টেকনিক্যাল ডিরেক্টর আহসানুল আকিব ও অ্যামবাসেডর শাহিন মোস্তাক।
এসময় বক্তারা বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে বিশে^র যে কোনো দেশের সাথে তাল মিলিয়ে টেকনোলজিতে এগিয়ে থাকতে পারে সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে দিনে কমপক্ষে ১ঘন্টা সময় কোর্ডিং প্রাক্টিসের পরামর্শ দেন। আধুনিক তথ্য প্রযুক্তির সাথে নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীরা যেন এগিয়ে যেতে পারে সে বিষয়ে বক্তারা আলোকপাত করেন। পাশাপাশি সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা টেকনোলজিতে এগিয়ে থাকায় ও করোনার মত পেন্ডামিক সময়ে প্রযুক্তির মাধ্যমে যাবতীয় শিক্ষা কার্যক্রমে অংশ নেয়ায় প্রশংসা করেন অতিথিরা।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














