অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাসে করোনা স্বাস্থ্যবিধি না মানা এবং অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ নিয়ে আজ পরিবহন মালিক সমিতির সঙ্গে জরুরি বৈঠকে বসবে বিআরটিএ। বুধবার বিকেলে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
করোনার কারণে টানা ৬৬ দিন বন্ধ থাকার পর ৩১ মে থেকে স্বাস্ব্যবিধি মেনে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। প্রথম দিকে বাসে স্বাস্থ্যবিধি মানা হলেও পরে তা অনেকটাই শিথিল হয়ে যায়। অফিস-আদালত খোলার পর বাসে যাত্রীদের ভিড় বাড়ে, সাথে বাড়ে নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি টাকা নেয়ার অভিযোগ। মাস্ক পরা, বা স্যানিটাইজার ব্যবহারের মতো অন্যান্য বিধিনিষেধও মানছেন না পরিবহন সংশ্লিষ্টরা। ফলে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে। এদিকে সড়ক পরিবহন আইনের যেসব ধারা নিয়ে পরিবহন শ্রমিকদের আপত্তি ছিলো, সেগুলো নিয়ে স্বরাষ্ট্র, রেল ও আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে পরিবহন নেতারা।
বিআরটিএর পক্ষ থেকেও নিয়ম না মানার বিষয়টি উল্লেখ করে গত ১০ আগস্ট আবারো স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কথা মনে করিয়ে দিয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছিল। তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ