‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর ৯৫তম জন্মদিন ও ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ উপলক্ষে ‘জাতীয় মূকাভিনয় উৎসব ২০১৭’ আয়োজন করেছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন। ‘শুদ্ধ সংস্কৃতি রুখবে, অপসংস্কৃতির সকল দ্বার’ স্লোগান নিয়ে আজ মঙ্গলবার শুরু হচ্ছে এই উৎসব। বাংলদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এই উৎসব চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উৎসবে থাকবে আলোচনা, র‌্যালি, সেমিনার, মূকাভিনয় ও মূকনাট্য।

আয়োজকদের কাছ থেকে জানা গেছে, আজ সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। বিশেষ অতিথি থাকবেন কামাল বায়েজিদ, খেরেশেদুল আলম, ইসরাফিল আহমেদ রঙ্গন ও শফিকুল ইসলাম ডাবলু। সভাপতিত্ব করবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের চেয়ারম্যান জাহিদ রিপন। উদ্বোধনী অনুষ্ঠানে মূকাভিনয় করবে মুক্তমঞ্চ নির্বাক দল, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন ও শামুক থিয়েটার।

আগামীকাল বুধবার মার্সেল মার্সোর জন্মদিন ও ’বিশ্ব মূকাভিনয় দিবস’ উপলক্ষে বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্মারক র‌্যালি অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৪টায় সেমিনার কক্ষে ‘মূকাভিনয়ের শিল্পরূপ’ শীর্ষক আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সেক্রেটারি জেনারেল রিজোয়ান রাজন। আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন বাবুল বিশ্বাস, কামাল উদ্দিন কবীর, ইসরাফিল আহমেদ রঙ্গন, জাহিদ রিপন, অনন্ত হীরা, নাদেজদা ফারজানা মৌসুমী, নিথর মাহবুব, মীর লোকমান প্রমুখ। সন্ধ্যা ৭টা থেকে স্টুডিও থিয়েটারে পরিবেশিত হবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে