এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য এ পর্যন্ত প্রাক নিবন্ধন করেছেন এক লাখ ৩১ হাজার ৩০০ জন। আগের বছরের অবশিষ্ট ৩৭ হাজার ৪৯৪ জনসহ মোট নিবন্ধিত হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৭৯৪ জন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন এক লাখ ১৭ হাজার ৭৫৮ জন। আর সরকারিভাবে ১০ হাজার।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয় হজের প্রাক-নিবন্ধন। শেষ হয় ২২ ফেব্রুয়ারি রাত ৮টায়। এ বছর হজে যাবেন এক লাখ ২৭ হাজার ৭৫৮ জন। এরমধ্যে এক লাখ ১৭ হাজার ৭৫৮ জন যাবেন বেসরকারিভাবে ও ১০ হাজার সরকারি ব্যবস্থাপনায়। প্রথম দফায় বেসরকারিভাবে নিবন্ধিত হয়েছেন এক লাখ ৩১ হাজার তিনশো। আর সরকারিভাবে তিন হাজার। 

এখন পর্যন্ত নিবন্ধিতদের মধ্যে ৪১ হাজার ৩৬ জন হজে যাওয়ার সুযোগ পাবেন না। যাদের অপেক্ষা করতে হবে আগামী বছরের জন্য। তবে হজ এজেন্সিগুলোর সংগঠন, হাবের অভিযোগ, হজের আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশনের কারসাজিতে আগে এসেও অনেকেই পেছনের সিরিয়ালে চলে গেছেন। যে কারণে তারা এবছর হজে যেতে পারছেন না। তবে হজ পরিচালকের দাবি এখন পর্যন্ত কোনো অনিয়ম হয়নি।

এবার এক হাজার ৯৭টি এজেন্সি বেসরকারিভাবে হজ কার্যক্রম পরিচালনা করবে। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর জন্য গাইড ও মোনাজ্জেম থাকবে চার হাজার।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে