সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অমর একুশের অনুষ্ঠানে মুখর ছিলো রাজধানীর রবীন্দ্র সরোবর। নয়টি সংগঠনের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ১৪ দিনের এই আয়োজন। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ছিলো রাজধানীজুড়েই।

‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’–এই মূলমন্ত্রে আয়োজিত হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশের অনুষ্ঠান। জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সবার মাঝে শান্তির বাণী ছড়িয়ে দেবার আহবানই ছিলো ৪৩তম এই আয়োজনে। রবীন্দ্র সরোবরের মঞ্চে দলীয় আবৃত্তি দিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের অনুষ্ঠান। একে একে মঞ্চ মুখরিত হয় নাচ , গান ও পথনাটকের পরিবেশনায়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চলছে নাট্যোৎসব। শহীদ দিবসে মঞ্চায়িত হয় নাটক ভাষার প্রতি ভালবাসা এবং জাতীয় পতাকার গৌরব রক্ষার গল্প নিয়ে নাটক ‘পতাকা’। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও বাংলা একাডেমির সহযোহিতায় তৃতীয়বারের এই আয়োজন চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

অন্যদিকে, শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চেও নানা আয়োজনে উদযাপিত হয় অমর একুশের প্রথম প্রহর।

বিনোদন ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে