কুমিল্লা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অনুপ্রানিত হয়ে কুমিল্লার মুরাদনগরে করোনা ভাইরাসের প্রভাবে কৃষি শ্রমিক সংকটের কারনে হারভেস্টার মেশিন দিয়ে কৃষকের ধাঁন কেঁটে, মারাই শেষে বাড়ীতে পৌছে দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।

গতকাল মুরাদনগরের রামচন্দ্রপুর মোস্তফাপুর গ্রামের কৃষক আমির হোসেনের ৩০ শতক জমির ধাঁন কেঁটে, মারাই শেষে বাড়িতে পোঁছে দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল হক সরকার কিশোর।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, জেলা শ্রমিকলীগের সভাপতি মুজিবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সিরাজ সোবহান, স্বেচ্ছাসেবক লীগের নেতা ইয়াসিন আরাফাতসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন নেতা-কর্মীরা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল হক সরকার কিশোর জানান, করোনা ভাইরাসের কারনে ধান কাঁটার শ্রমিক সংকটে পরে কৃষকগন সময় মত ধান কাঁটতে পারছে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকদের ধান কাঁটতে তাদের এ উদ্যোগ। মাঠের ধাঁন কাঁটা শেষ না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম চলবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে