কুষ্টিয়া প্রতিনিধিঃ করোনার এই দূর্যোগে কুষ্টিয়া কুমারখালী কৃষকরা হতাশায় ভুগছে ধান কাটা ও মাড়াই নিয়ে। কৃষকরা পাচ্ছে না ধান কাটা কোন শ্রমিক, কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে কিভাবে ধান কেটে ঘরে এনে মাড়াই করব। তারই ধারাবাহিকতায় কুমারখালীর ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়ালেন।
কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে প্রান্তিক এবং অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিচ্ছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার কুষ্টিয়া কুমারখালী উপজেলার কৃষি অফিস থেকে তথ্য নিয়ে যে সকল কৃষকেরা এই দূর্যোগে আর্থিক এবং শ্রমিক সংকটে ভুগছেন, সে সব কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার কৃষি কর্মকর্তা “লাভলী ইয়াসমিন”।
কে এম শাহীন রেজা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














