নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রনের প্রভাবে ক্ষতিগ্রস্থ পোল্ট্রি ডিলাররা আর্থিক প্রনোদনা চেয়ে স্মারকলিপি প্রদান করেছে।

গত ৪ এপ্রিল পোল্ট্রি ডিলার এসোসিয়েশনের পক্ষ হতে উপজেলা প্রানী সম্পদ অফিসার ( ডিএলও) বরাবর ওই স্মারকলিপি দেওয়া হয়। সকাল ১১ টায় এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা: রাশেদুল হকের কার্যালয়ে যান। নেতৃবৃন্দ এ সময় পোল্ট্রি ব্যবসার অবস্থা তুলে ধরেন। তারা জানান সরকারি সাহায্য-সহযোগিতা না পেলে তাদের পক্ষে এই ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হবে না।

তাই তারা আর্থিক প্রনোদনার দাবি করছে। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা তাদের কাছ থেকে স্মারকলিপিটি গ্রহন করেন এবং বলেন যথাযথ কতৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।

রেজা মাহমুদ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে