কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় করোনা দুযোর্গে ধানকাটা শ্রমিকের সংকট হওয়ায় সেচ্ছাশ্রকে এক বর্গাচাষীর ধান কেটে ও মাড়াই করে দিলেন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সদস্য এবং স্থানীয় ছাত্ররা।
মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়া গ্রামে আওয়ামীলীগের সভাপতি আবু হানিফের নেতৃত্বে এ ধান কাটা সম্পন্ন হয়। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকটের কারনে বর্গাচাষী আবদুল খালেক তার পাকা ধান কাটতে ও মাড়াই করতে পারছিলেন না।
এসময় তার পাশে এসে দাঁড়ায় ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের সদস্য ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তারা ৩০ শতক পাকা ধান কেটে বাড়িতে নিয়ে মেশিনে মাড়াই করে ঘরে তুলে দেন। এতে বর্গাচাষী আবদুল খালেক সেচ্ছাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














