করোনা পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের আয় কমে যাওয়া, রিচার্জ পয়েন্ট বন্ধ থাকা এবং ইন্টারনেটভিত্তিক কলের পরিমাণ বাড়ায় মোবাইল অপারেটরদের ভয়েস কল কমেছে। কোন কোন অপারেটরের ভয়েস কল কমেছে ৩০’ভাগ পর্যন্ত। তাদের দাবি, সবচেয়ে বেশি রাজস্ব আয় হয় ভয়েস কল থেকেই। তাই বর্তমান পরিস্থিতিতে কম হচ্ছে রাজস্ব আয়।

করোনার সংক্রমণ এড়াতে বাড়িতে অবস্থান করছেন সবাই। ইন্টারনেটের ওপর নির্ভরশীলতা বেড়েছে ঘরবন্দি মানুষের। এই অবস্থায় ভয়েস কলের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ হচ্ছে বেশি। বর্তমান পরিস্থিতিতে ইন্টারনেট ডেটার ব্যবহার ২০ থেকে ২৫ ভাগ বাড়লেও মোবাইলে ভয়েস কলের পরিমাণ ৩০ ভাগ পর্যন্ত কমেছে।

অপারেটরদের দাবি, মোবাইলে ডেটার ব্যবহার বাড়লেও ৫০ ভাগ পর্যন্ত বোনাস দেয়ায় রাজস্ব আয় কম হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে ক্ষতির পরিমাণ বাড়বে। বিটিআরসির হিসেবে, রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকসহ চার অপারেটরের মোবাইল গ্রাহক রয়েছে ১৬ কোটি ৬১ লাখ। আর মোবাইল ইন্টারনেট গ্রাহক ৯ কোটি ৪২ লাখ ৩৬ হাজার।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














