মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় কৃষকের সঙ্গে মাঠে ধান কাটায় অংশ নিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম । আজ দুপুরে মাগুরায় করোনা পরিস্থিতিতে কৃষকদের উৎসাহ যোগাতে সদর উপজেলার কাশিনাথপুর এলাকার একটি মাঠে নিজে ধান কেটে বরো শস্য কর্তনের উদ্বোধন করেন।

এসময় জমিতে বরো ধান কাটতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন , অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি)মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা অংশ নেয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন জানান, মাগুরায় এবার ১৮ হাজার ৮শ ৭৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ধান পাকার শুরুতে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম কাশিনাথপুর উত্তরপাড়া মাঠে পাকা ধান কেটে এর উদ্বোধন করেন। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর মাগুরায় বরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে।

শেখ ইলিয়াস মিথুন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে