কুষ্টিয়া প্রতিনিধিঃ প্রতি সপ্তাহের ন্যায় আজও বসেছিল কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম পেঁয়াজের হাট। সরকারী নির্দেশ অমান্য করে হাট কর্তৃপক্ষ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে বল জানা গেছে।
করোনা ভাইরাস আতংকে যখন সারা পৃথিবীর মানুষ দিশেহারা যেখানে সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি করোনা প্রতিরোধে বিভিন্ন সচেতনতা মুলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে প্রশাসন সহ সমাজের বিভিন্ন স্তরের সচেতন জনগণ।

ঠিক সেই মুহুর্তে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে হাট কর্তৃপক্ষ তাদের কার্যক্রম চালাচ্ছে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান তাৎক্ষণিক বাঁশগ্রাম ক্যাম্পকে নির্দেশনা দেন ব্যবস্থা নেবার জন্য। বাঁশগ্রাম ক্যাম্প আইসি মোঃ রেজাউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পেঁয়াজের হাট বন্ধ করার কথা বললেও তারা প্রায় ২ /৩ ঘন্টা ধরে তাদের কার্যক্রম সমাপ্ত করে।

এ বিষয়ে ইজারাদার রাজিবের সাথে মুঠোফোনে কেন সরকারি নির্দেশ অমান্য করে হাট চালাচ্ছে জিজ্ঞেস করলে জানায় ভোড় থেকে বিভিন্ন ব্যবসায়ী হাটে অবস্থান নেয় যেকারনে তারা এসে দেখে হাট জমে গেছে। সরকারি নির্দেশে হাট বন্ধ থাকবে মর্মে মাইকিং করানো হয়েছিল কিনা প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে ফোন বন্ধ করে দেন তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে