মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে শিলা বৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাতের দিকে জেলার বিভিন্ন স্থানে হঠাৎ করে হালকা ঝড় বৃষ্টির সঙ্গে প্রচুর শিলা বৃষ্টি হয়। এতে উঠতি ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। শিলাবৃষ্টিতে সদর উপজেলার ক্ষতিগ্রস্থ গ্রামগুলো হল- আমঝুপি, চাদবিল, কোলা, ময়ামারি, খোকসা, দিঘীরপাড়া, গোপালপুর, রাজনগর যুগিন্দু। গাংনী উপজেলার গাড়াডোব, সাহারবাটীসহ আশেপাশে বিভিন্ন গ্রাম।
স্থানীয়রা জানান, টানা ২৫ মিনিট চলা এ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বেগুন, শসা, কলা,পেপে ক্ষেত, পানের বরজসহ বিভিন্ন কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কোথাও কোথাও গাছ উপড়ে পড়েছে।
খোকশা গ্রামের ইউপি সদস্য আমিল উদ্দিন খাঁ জানান- অসময়ের এ শিলাবৃষ্টিতে গম-তামাক, কচু-কলা, সাজনে ও আমের গুটিসহ বিভিন্ন উঠতি ফসলের ক্ষতি হয়েছে। আমার চারবিঘা ভ’ট্টা ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে উঠতে আমাকে অনেক বেগ পেতে হবে। এই সাথে ঐ গ্রামের আয়নাল ইসলাম, তুহিন হোসেনের গম ,ভুট্টা, আম ও লিচুর মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা কৃষি স¤প্রসারণ বিভাগের উপপরিচালক ড. মুহাম্মদ আখতারুজ্জামান জানান, এলাকা ভিত্তিক শিলাবৃষ্টির খবর আমাদের কাছে এসেছে। গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে ছোট ছোট শিলা পড়েছে। এতে চিন্তার কিছু নেই। উপসহকারী কৃষি কর্মকর্তারা এলাকা পরিদর্শন করছেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ক্ষতির পরিমাণ নিরুপন করা যাবে।
মাসুদ রানা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














