শেষ হল ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি’র দ্বিতীয় সম্প্রচার সম্মেলন। অনুষ্ঠানটি সাংবাদিকরা নিজেদের মতো করে উদযাপন করেছেন।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করে। আনুষ্ঠানিকতা শুরুর পর থেকে বিভিন্ন সম্প্রচার মাধ্যমের সাংবাদিকরা এসে মিলিত হয়েছেন টিএসসিতে।

পরস্পরের সাথে কুশল বিনিময় আড্ডায় মেতে উঠেছেন সবাই। সকালের প্রথম সেশনে অনুষ্ঠিত হচ্ছে কর্মী সুরক্ষা নীতি সংলাপ। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন তথ্য মন্ত্রী হাছান মাহমুদ। এছাড়াও বিকালে ২য় সেশনে অনুষ্ঠিত হবে শিল্প সুরক্ষা নীতি সংলাপ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

সংগঠনটির সফলতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে বিজেসির দ্বিতীয় সম্প্রচার সম্মেলনে ঘোষনা আসে-

১। টেলিভিশনে অন্যায়ভাবে সাংবাদিক ছাঁটাই বন্ধ করতে হবে। শ্রম আইন অনুযায়ী ছাঁটাই হলে কর্মীর নায্য পাওনা পরিশোধ করতে হবে। বেতনভাতা নিয়মিত দিতে হবে।
২। গণমাধ্যম কর্মী আইন দ্রুত পাশ করতে হবে।
৩। কেবল নেটওয়ার্ক ডিজিটাল করতে সময় বেঁধে দিতে হবে। বিজেসি মনে করে এই সিদ্ধান্ত, বেসরকারি টিভি’র পে চ্যানেল হতে এবং আয় বাড়াতে সহায়তা করবে। এর ফলে এই খাতে অস্থিরতা কমবে।
৪। আয় বাড়াতে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধ এবং অনলাইন সংবাদপত্র ও মোবাইল ফোন কোম্পানীগুলোর ডিজিটাল প্লাটফর্মে ভিডিও কন্টেন্ট প্রচার বন্ধ করতে হবে।
৫। নতুন টিভি’র অনুমোদন দেয়ার ক্ষেত্রে বাজার পরিস্থিতি বিবেচনা করতে হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে