কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় ফের বেড়েছে চালের দাম। সব রকম চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। জরুরি এ খাদ্যপণ্যের দাম বাড়ায় দিশেহারা হয়ে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। দফায় দফায় এভাবে চালের দাম বাড়ায় ক্ষুব্ধ তারা। ধানের দাম বাড়তি তাই বেড়েছে চালের দামও, এমন অজুহাত দিচ্ছেন চালকল মালিকরা। মৌসুমের শুরুতে আমন ধানের ন্যায্যমূল্য না পেলেও এখন বাড়তি। আর এই অজুহাতে বেড়েছে চালের দামও।

দেশের সবচেয়ে বড় মোকাম কুষ্টিয়ার খাজানগরে, প্রায় সব রকম চালের দাম প্রকার ভেদে কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। এ নিয়ে চলতি বছরেই বাড়লো তিন দফা। দফায় দফায় এভাবে দাম বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দিশেহারা নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।
ভোক্তারা বলেন, আমরাতো সামান্য আয় করি, চালের দাম বাড়লে আমরা কেমন করে চলবো কেমন করে কিরে খাবো। এ রকম দফায় দফায় চালের দাম বাড়লে আমাদের সমস্যা হয়। এই রকমভাবে চালের দাম যাতে না বাড়ে সরকার সেই ব্যবস্থাই যেন করে। খুচরা বিক্রেতারা বলছেন, মোকাম থেকে বেশি দামে কেনায় বেচতে হচ্ছে বেশিতেই। আর ধানের দাম বেড়ে যাওয়ার অজুহাত দিচ্ছেন চালকল মালিকরাও।

কুষ্টিয়া, বাংলাদেশ অটোরাইস মিল মালিক সমিতি সভাপতি ওমর ফারুক বলেন, কখনই ধানের বাজার বাড়ে নাই চালের বাজার বেড়েছে এমনটি কিন্তু হয়নি। যেহেতু মিল মালিকরা ধান বেশি দামে কিনে সেহেতু চালের দাম একটু বেশি হবেই। কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা। এ সুযোগ কাজে লাগিয়ে ধান মজুদ রেখে দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা।

চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গতকাল সন্ধ্যার পর কুষ্টিয়া জেলা প্রশাসনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। চাউল ব্যবসায়ী ও মিল মালিক, চেম্বার অব কমাস এবং খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের সাথে কুষ্টিয়া জেলার সর্বোচ্চ বাজার মনিটরিং কমিটির এ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসক মো: আসলাম হোসেনের সভাপতিত্বে সভায় চাউল ব্যবসায়ী ও মিল মালিকগণ এবং চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কে এম শাহীন রেজা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে