ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ আশুগঞ্জে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন -২০১০ বাস্তবায়ন শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।গত  বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দারের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন, সহকারি কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন গন্ধী, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, বন্দর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, পাট অধিদপ্তরের মূল্য পরিদর্শক সোয়েব নাঈম ও আব্দুল হান্নানসহ উপজেলার বিভিন্ন চাতালকল মালিকরা।

উদ্বুদ্ধকরণ সভায় সকলকে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন -২০১০ মেনে পণ্যেও বস্তা বা প্যাকেটে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

জহির  সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে