গ্রামীণফোন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি এই টাকা পরিশোধ করে।

আজ রোববার গ্রামীণফোনের পক্ষ থেকে এই টাকা পরিশোধ করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে গ্রামীণফোনের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল বিটিআরসিতে গিয়ে এক হাজার কোটি টাকার চেক হস্তান্তর করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি সাদাত হোসেন। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে জানান, ‘সুখবরটা পেলামই। গ্রামীণফোন ১ হাজার কোটি টাকা প্রদান করেছে। এর আগে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গ্রামীণফোনকে ১২ হাজার কোটি টাকার মধ্যে ১০০০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেন। সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে এ টাকা পরিশোধের নির্দেশনা জারি করে আদালত।

নানা টানাপোড়েন শেষে বকেয়া টাকা পরিশোধ শুরু করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। আদালতের নির্দেশে নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসিকে সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে ১০০০ কোটি টাকার পে-অর্ডার দিয়েছে অপারেটরটি। রোববার বিকেলে বিটিআরসি কার্যালয়ে সংস্থার চেয়ারম্যানের হাতে পে-অর্ডার হস্তান্তর করে গ্রামীণফোন।

গত বছর এপ্রিলে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি টাকা বকেয়া চেয়ে চিঠি দেয় বিটিআরসি। তবে, নির্ধারিত সময়ে টাকা না দেয়ায় ব্যান্ডউইথ কমানো, এনওসি বন্ধ রাখা এবং লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েও কাজ হয়নি। টানাপোড়েন গড়ায় আদালত পর্যন্ত। গত ২৪ নভেম্বর গ্রামীণফোনকে তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা জমা দেয়ার নির্দেশ দেয় আদালত। সবশেষ বৃহস্পতিবার রিভিউ আবেদনের শুনানি নিয়ে গ্রামীণফোনকে সোমবারের মধ্যে ১০০০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেয় আপিল বিভাগ।

শুক্রবার আদালতের নির্দেশ অনুযায়ী টাকা পরিশোধের ঘোষণা দেয় গ্রামীণফোন। রোববার বিটিআরসি চেয়ারম্যানের হাতে এক হাজার কোটি টাকার পে-অর্ডার হস্তান্তর করে মোবাইল অপারেটরটির প্রতিনিধি দল। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা গ্রামীণফোনের। এনওসি দেয়া বন্ধ থাকায় গ্রাহকদের ঠিকমত সেবা দিতে পারছে না গ্রামীণফোন। এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক জানান, আদালতের নির্দেশ মেনেই পরবর্তী সব পদক্ষেপ নেয়া হবে। গ্রামীণফোনের বকেয়ার আরও এক হাজার কোটির টাকার বিষয়ে সোমবার আসতে পারে আদালতের সিদ্ধান্ত।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে