ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ আখাউড়া পৌরশহরের তারাগণ গ্রামের মোঃ জুয়েল খান তার নিজ জমিতে নূর খান অর্গানিক এগ্রো লিমিটেড নামে ১.৫ বিঘা জমিতে বিভিন্ন বিদেশী ফল ও সবজি চাষে লাভ হবার স্বপ্ন দেখছেন। আজ বুধবার বিকেলে তার সবজি ও ফল বাগানে সরেজমিনে গেলে দেখা যায় সেখানে নিজ পরিশ্রমে চাষ করছেন বিভিন্ন দেশী ও বিদেশী ফল ও সবজি । এসব চাষ করে তিনি লাভ বান হবার স্বপ্নও দেখছেন।
তার বাগানে রয়েছে বিভিন্ন দেশী ও বিদেশী ফল এবং সবজি এসবের মধ্যে অন্যতম, চেরি টমেটো,ব্রকলি,লেটোস,ক্যাপসিকাম,
বাগানের উদ্যোক্তা তারাগণ গ্রামের মোঃ জুয়েল খান বলেন, আমি আশা করবো আমার মতো যাদের জমি বা বাড়ির পাশে থাকা জমি অহেতুক পড়ে রয়েছে আপনারাও এমন একটি বাগান করে দেশ উন্নয়নের অংশীদার হতে পারেন, এভাবে বাগান করে যেমন বেকারত্ব দূর হবে তেমনি লাভবান ও হওয়া যাবে, আমি যুবকদের উদ্ভোদ্ধ করবো তারা যেন এভাবে একটি বাগান করে নিজেরা সাবলম্বী হয় ও দেশ গড়ার কাজে অংশীদার হয়।
এবিষয়ে আখাউড়া স্থলবন্ধর কোয়ারেন্টেন মোঃ হাবিবুল্লাহ বলেন, তার এমন একটি সুন্দর জমি অহেতুক পড়ে থাকতে দেখে প্রথমে আমি তাকে বাগান করার পরামর্শ দেয়, পড়ে আমার দেয়া পরামর্শমতে তিনি এ বাগান করেন, এই বাগানের ফল ও সবজির মধ্যে বেশির ভাগই বিদেশী, আমাদের পক্ষ থেকে তার এই বাগানের প্রতি সুদৃষ্টি রয়েছে আমি আশা করছি তিনি এ বাগান পরিপূর্ণ ভাবে পরিচর্যা করে নিতে পারলে তিনি এ বাগান থেকে লাভ বান হবেন।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














