কুষ্টিয়া প্রতিনিধিঃ “তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো” সেøাগানকে সামনে রেখে ১৪-১৫ জানুয়ারি ২০২০ জেলা প্রশাসন কুষ্টিয়া, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়ার যৌথ আয়োজনে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষ্যে দুই দিন ব্যাপী কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী চত্বরে আয়োজিত হয় তথ্য মেলা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আজাদ জাহান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুস সবুর, বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম, জজ কোর্টের বিজ্ঞ পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী। সনাক কুষ্টিয়ার সভাপতি রফিকুল আলম টুকুর সভাপতিত্বে সভায় আরোও বক্তব্য রাখেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহমান এবং সনাক কুষ্টিয়ার সদস্য মো: খলিলুর রহমান মজু প্রমূখ।
প্রধান অথিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আজাদ জাহান বলেন, স্বাধীনতার ৪৯ বছর এবং মুজিব বর্ষে দাঁড়িয়ে আয়োজিত তথ্য মেলার গুরুত্ব অনেক। জন অধিকার বাস্তবায়নে দপ্তর প্রধান সহ সকল পর্যায়ের সরকারি বেসরকারি অফিসারদের নিজ নিজ কর্মক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জবাবদিহিতা বৃদ্ধিপেলে আগামী ১০ বছরের মধ্যেই দুর্নীতি শব্দটি বাংলাদেশ থেকে বিদায় নিবে।
প্রধান আলোচকের বক্তব্যে মো: আব্দুস সবুর বলেন বিনা হয়রানিতে জনগন পুলিশি সেবা পাবে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগানকে বাস্তবে রূপ দিতেই জেলা পুলিশ নিরলস কাজ করে চলেছে। কোন পুলিশ সদস্য সেবা প্রদানে অবৈধ অর্থের লেনদেন করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।এ্যাড. অনুপ কুমার নন্দী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হলে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে।সিভিল সার্জন ডা: রওশন আরা বেগম বলেন, পদস্থ অফিসারদের দেশের প্রতি দায়বদ্ধতার সবটুকু উজার করে কাজ করতে হবে। মনে রাখতে হবে, আমাদের চাকরী আমাদের কাছে দেশের আমানত এর খেয়ানত করা যাবে না।
মেলায় সনাক সহ মোট ২৯টি সরকারি বেসরকারি অফিস অংশগ্রহণের মাধ্যমে তাদের সেবা সম্পর্কিত তথ্য জনগনের মাঝে উন্মুক্ত করার পাশাপাশি স্টলগুলিতে সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য ফেস্টুন, লিফলেট, পোস্টার, মাল্টিমিডিয়ার মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরেছে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো জেলা প্রশাসক, কুষ্টিয়া; পুলিশ সুপারের কার্যালয়, কুষ্টিয়া; সিভিল সার্জনের কার্যালয়, কুষ্টিয়া; এলজিইডি, কুষ্টিয়া; জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কুষ্টিয়া; পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া; সমাজসেবা অধিদপ্তর, কুষ্টিয়া; জেলা পরিবার পরিকল্পনা অফিস, কুষ্টিয়া; যুব উন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়া; কৃষি সম্প্রসারন অধিদপ্তর, কুষ্টিয়া; জেলা সমবায় অফিস, কুষ্টিয়া; পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া; জেলা রেজিষ্টার অফিস, কুষ্টিয়া; জেলা তথ্য অফিস, কুষ্টিয়া; জেলা শিক্ষা অফিস, কুষ্টিয়া; উপ- কর কমিশনারের কার্য়ালয়, কুষ্টিয়া; কাষ্টমস বিভাগীয় দপ্তর, কুষ্টিয়া; কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া; জেলা মৎস্য অফিস, কুষ্টিয়া; জেলা প্রাণিসম্পদ অফিস, কুষ্টিয়া; জেলা প্রাথমিক শিক্ষা অফিস, কুষ্টিয়া; জেলা মহিলা বিষয়ক অফিস, কুষ্টিয়া; পাসপোর্ট অফিস, কুষ্টিয়া; বি আর টি এ, কুষ্টিয়া; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুষ্টিয়া; দিশা এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) কুষ্টিয়া।
মেলায় কুষ্টিয়া সনাকের ইয়েস গ্রপের সদস্যরা দর্শনার্থীদেরকে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ শেখানোর পাশাপাশি দর্শনার্থীদেরকে তথ্য জানার জন্য বিভিন্ন দপ্তরে দরখাস্ত করার জন্য উদ্বুদ্ধ করেছে। মেলায় সর্বোচ্চ তথ্য সেবা প্রদানকারী ৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক এবং সকল স্টলকে সার্টিফিকেট প্রদান করা হয়। টিআইবি কুষ্টিয়ার এরিয়া ম্যানেজার মো: আরিফুল ইসলাম এর স ালনা উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মীবৃন্দ, উন্নয়নকর্মী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,সাংবাদিকবৃন্দ কুষ্টিয়ার নানা শ্রেনী পেশার মানুষ এবং সনাক কুষ্টিয়ার সদস্য এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

![IMG20200115185235[1]](https://i0.wp.com/bdtimesnews.com/wp-content/uploads/2020/01/IMG202001151852351.jpg?resize=1068%2C609&ssl=1)












