কাল শুক্রবার শুরু ৫৫তম বিশ্ব ইজতেমা। এরই মধ্যে টঙ্গীর তুরাগ তীরে জড়ো হয়েছেন দেশ-বিদেশের মুসল্লিরা। তাদের বিভিন্ন সেবা দিতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
প্রথম পর্বে ইজতেমা ময়দানকে ভাগ করা হয়েছে ৮৭টি খিত্তায়। নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিয়েছেন দেশিয় মুসল্লিরা। আর ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্যসহ নানা দেশের মুসল্লিরা আসছেন বিদেশী নিবাসে।এক মুসল্লি বলেন, সার্বিক প্রস্তুতি খুবই সুন্দর। আইন-শৃঙ্খলা বাহিনী রক্ষনাবেক্ষন ভালো ভাবে দায়িত্ব পালন করছে।
শীত বিবেচনায় মুসল্লিদের চিকিৎসায় সরকারি ও বেসরকারি উদ্যোগে চালু করা হয়েছে স্বাস্থ্য ক্যাম্প। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা।গাজীপুর সিটি করপোরেশন মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আমরা চাই মানুষ যাতে নিরাপদে আসতে পারে এবং যেতে পারে। সবাই যেন রাসুলুল্লাহ (সা.) কে পাওয়ার জন্য যেভাবে পরিশ্রম করছে সে সাথে আমাদের গাজীপুরের মানুষও সহযোগিতা করছে।সার্বিক ব্যবস্থাপনার তদারক করছে প্রশাসন। সুষ্ঠু আয়োজনে কাজ সিটি করপোরেশনের ২ হাজার কর্মী।৫ স্তরের নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন বলেন, ট্রাফিকের উপর পছন্ড চাপ। আমরা সেটা মোকাবেলা করার চেষ্টা করছি। আমরা দৃড়ভাবে বিশ্বাস করি সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য সব ধরনের ব্যবস্থা করবো।রোববার অনুষ্ঠিত হবে প্রথম পর্বের আখেরী মোনাজাত। ৫ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু ১৭ জানুয়ারি।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














