ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬ ডিসেম্বর মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিতরণ করবে বিএনপি।
বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী সব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে বিএনপি।ঢাকার দুই সিটিতে মনোনয়ন প্রত্যাশীদের ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। ২৭ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে তা জমা দিতে হবে।
নির্বাচনে সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তে আপত্তি জানান বিএনপি মহাসচিব। তার মতে, ইভিএমে ভোটের ফল পাল্টানো ও কারচুপির যথেষ্ট সুযোগ থাকে। তড়িঘড়ি করে তফসিল ঘোষণা সরকারি দলকে জেতানোর অপকৌশল বলে দাবি করেন মির্জা ফখরুল।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ