রাজধানীর বাজারে পেঁয়াজের পাশাপাশি কমতে শুরু করেছে চালের দামও। তবে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে শীতের সবজি।এ সপ্তাহে ইলিশের দাম কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে দেশীয় মাছ। এছাড়া আগের মূল্যেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। সামনের সপ্তাহে পেঁয়াজসহ শীতের সবজির দাম আরো কমবে বলে জানান বিক্রেতারা।

রাজধানীর বাজারে নতুন পেঁয়াজ আসায় কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিতে কমেছে ১০ থেকে ৩০ টাকা। আর নতুন পেঁয়াজ বাজারে আসায় চাহিদা কমেছে দেশী পুরোনো পেঁয়াজ এবং পাকিস্তানি ও মিশরসহ আমদানী করা বিভিন্ন দেশের পেঁয়াজের।পাইকারী বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে। এছাড়া মিয়ানমারের পেঁয়াজ ১১০ টাকা ও চায়না পেয়াজ ৫০ টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন সামনের সপ্তাহে এই পণ্যের দাম আরো কমবে।তবে সবজি বাজার এখনো চড়া। মটরসুটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায় এবং শসা ও টমেটো ৮০ টাকায়। আর শিম, বেগুন, কাচাঁমরিচ ও বরবটিসহ বেশিরভাগ সবজির দাম প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা।

এদিকে চালের দাম কেজি প্রতি কমেছে ১ থেকে ২ টাকা। তবে সয়াবিন তেল বিক্রি হচ্ছে আগের দামেই।স্বস্তি নেই মাছের বাজারেও। দেশীয় মাছ কেজি প্রতি বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত। যদিও কমেছে ইলিশের দাম। নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে মাছের বাজার চড়া হলেও অপরিবর্তিত রয়েছে গরু, খাসি ও মুরগীর মাংসের দাম।

অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে