সরকারিভাবে তৈরি ৫০০ মোবাইল ফোন অ্যাপ্লিকেশনের ৪০০টিই আসছে না কোনো কাজে। প্রায় হাজার কোটি টাকায় নির্মিত এসব অ্যাপের মধ্যে মাত্র একটি পাওয়া যায় গুগল প্লে-স্টোরে। আর অনেক অ্যাপই ঠিকমতো কাজ করে না বলেও অভিযোগ আছে। বিশ্লেষকেরা বলছেন, এসব অ্যাপ তৈরির পর কার্যকর করতে কোনো গুরুত্ব দেয়নি সরকার। আর অ্যাপগুলো কার্যকরে কোনো উদ্যোগ নেয়া হবে কি না, তা নিয়ে সুস্পষ্ট জবাব দেননি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সরকারের বিভিন্ন সেবা সহজলভ্য করতে ২০১৫ সালে ৫০০ মোবাইল ফোন অ্যাপ্লিকেশন তৈরি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এসব অ্যাপ তৈরিতে খরচ হয় সাড়ে ৯০০ কোটি টাকা।এর মধ্যে কমপক্ষে ৪০০ অ্যাপই বর্তমানে অকার্যকর। সরকারি ন্যাশনাল অ্যাপস স্টোরে এসব রাখা হলেও, গুগল প্লেস্টোরে না থাকায় এ সম্পর্কে জানেন না অনেকেই।বিশ্লেষকেরা বলছেন, অনিরাপদ কোনো অ্যাপ রাখা যায় না গুগলে। আর সরকারি অনেক অ্যাপ ডাউনলোড করতে গেলে দেখায় সতর্কবার্তা। অ্যাপগুলোর মান উন্নয়ন করে জনবান্ধব করতে প্রচারণার তাগিদ দেন তারা।
এদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলছেন, প্রয়োজনীয়তা না থাকায় কাজ করছে না ৪০০ অ্যাপ। এসব অ্যাপ সংস্কার করা হবে কি না তাও জানাননি তিনি।সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে তৈরি অ্যাপগুলো রক্ষণাবেক্ষণ এবং চালু রাখতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন বিশ্লেষকেরা। এজন্য আগে থেকেই নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির পরামর্শ তাদের।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট














