মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজের প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি মৎস্য চাষীদের মাঝে জাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলাা মৎস্য অধিদপ্তরের সম্মেেলন কক্ষে জাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া।প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন প্রমুখ।
এ সময় ১০জন মৎস্য চাষীদের গ্রুপের মাঝে জল বিতরণ করা হয়।
মাসুদ রানা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














