ইসলামের নামে যারা জঙ্গিবাদ ও মানুষ হত্যা চালায় তারা ইসলাম ও মানবতা শত্রু। তাই, ঐসব জঙ্গিদের স্থান জাহান্নামেই হবে। শুক্রবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজের আগে দেয়া খুতবা ও বয়ানে এ কথাই তুলে ধরেন ইমামরা। এর আগে, ইসলামিক ফাউন্ডেশন সকল মসজিদে জুমার নামাজের আগে মুসুল্লিদের উদ্দেশে দেয়া খুৎবা নির্দিষ্ট করে দিয়েছে। জঙ্গিবাদ রুখতে সরকারের পক্ষ থেকে দেশের সব মসজিদে বয়ানে জঙ্গিবিরোধী প্রচারণা চালানোর নির্দেশনায় সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা।

সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় ভয়াবহ জঙ্গি হামলার পর এ ধরনের ঘটনা রুখতে দেশের সব মসজিদে জঙ্গিবিরোধী বয়ান দিতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়। এছাড়া, বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল মসজিদে জুময়ার নামাজের আগে মুসুল্লিদের উদ্দেশে দেয়া খুৎবাও নির্দিষ্ট করে দেয়া হয়। তারই অংশ হিসেবে আজ সব মসজিদে একই খুৎবা পাঠ করা হয়। খুৎবা নির্ধারণ করে দেয়ার পর আজই প্রথম জুময়ার নামাজে ঐ খুৎবা এবং জঙ্গি বিরোধী বয়ান করেন ইমামরা। মুসুল্লিদের উদ্দেশে দেয়া বয়ানে কোরআন ও হাদিসের আলোকে জঙ্গিবাদের অবস্থান স্পষ্ট করেন বায়তুল মোকাররম মসজিদের ইমাম মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেমী।

রাষ্ট্রের পক্ষ থেকে খুৎবা নির্ধারণ ও জঙ্গিবিরোধী প্রচারণা চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেও পারিবারিক ও সামাজিক সম্পর্ক আরো সুদৃঢ় করার কথা জানিয়েছেন সাধারণ মুসুল্লিরা। এছাড়া নিরাপত্তা রক্ষায় নেয়া ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা। ঢাকার বাইরে ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত খুৎবা পাঠ করা হয়। দেশের বিভিন্ন মসজিদে ইসলামে অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণার অভিযোগ দীর্ঘদিনের। ফলে অনেকেই জঙ্গিবাদের মতো হিংস্র পথে উৎসাহিত হচ্ছে। তাই এসব রোধে নজরদারি জোরদার করা উচিত বলে মনে করেন তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে