ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে আগামী রবি মৌসুমে সরিষা ও গম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার প্রান্তিক ৫ শতাধীক কৃষকের মাঝে কৃষি বীজ ও সার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বীজ ও সার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কুমিল্লা অ লের অতিরিক্ত পরিচালক শ্রীনিবাস দেবনাথ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমিুল হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি,কৃষি সম্প্রসারন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. আবু নাসের, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের ৫০০জন প্রান্তিক কৃষককে জনপ্রতি এক কেজি সরিষার বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি পটাশ সার এবং ৫০ জন প্রান্তিক কৃষককে জনপ্রতি ২০ কেজি গম বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
ছবিঃ আশুগঞ্জে প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করছেন অতিথিবৃন্দ।
জহির সিকদার
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














