শারদীয় দুর্গোৎসবের অষ্টমী আজ। দেশের সবগুলো পূজামণ্ডপে আজ হবে কুমারী পূজা। এর আগে, শনিবার সপ্তমীর দিন সন্ধ্যা থেকেই নগরীর প্রায় সব পূজা মণ্ডপেই দেখা গেছে ভক্ত-দর্শনার্থীর উপচে পড়া ভিড়। এসময় ঢাকা, শঙ্খ, কাঁসরে দেবীর আরাধনা করেন তারা। প্রার্থনা হয়, অপশক্তির বিনাশ আর দেশের শান্তি-সমৃদ্ধি চেয়ে।
ঢাক আর কাঁসর-ঘণ্টায় শারদীয় দুর্গোৎসবের সপ্তমী। পাশপাশি রাজধানীর অনেক পূজা মণ্ডপেই ছিল নানা সাংস্কৃতিক আয়োজন। দিনের শুরুতে পূজা-অর্চনার পর সন্ধ্যায় দর্শনার্থীর ঢল নামে মণ্ডপে মণ্ডপে। দুর্গোৎসব পায় এক সার্বজনীন রূপ।পূজা দেখতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার রাজধানীতে মণ্ডপ বেড়েছে ৫০টি। বাঙালির অসাম্প্রদায়িকতার ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর সরকার।
ভক্তেরাও বলছেন, এই শারদোৎসব ধর্মের গণ্ডি পেরিয়ে এখন বাঙালির মেলবন্ধনের প্রতীক। পাশাপাশি অপশক্তির বিনাশ আর দেশের শান্তি-সমৃদ্ধির আশায় মহামায়ার আরাধনাও করছেন তারা।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














