স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার’ ‘তথ্যই শক্তি দুর্নীতি থেকে মুক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রবিউল ইসলাম, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন, শিক্ষক আব্বাস উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় বক্তারা, তথ্য অধিকার আইন আরও বাস্তবায়নের জন্য সর্বস্তরে তথ্য আইন সম্পর্কে অবহিত করতে সকলের প্রতি আহ্বান জানান।

জাহিদুর রহমান তারিক,
ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে