মাগুরা প্রতিনিধিঃ বাংলাদেশ হাইটেক পার্ক এর শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেশন সেন্টার এর ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ‘শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেশন সেন্টার এর ভূমিকা শীর্ষক’ এ সেমিনারের উদ্বোধন করেন।
পরে বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম পি। দিনব্যাপি প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেশন সেন্টার এর ভূমিকা বিস্তারিত আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক গৌরীশঙ্কর ভাট্টাচার্য্য, পরিচালক (কারিগরি) ফাহমিদা আখতার, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আলী আকবর।
এ সময় জেলার সরকারি-বেসরকারি স্কুল কলেজের আইসিটি শিক্ষকসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহন করে। এ উপলক্ষে ষ্টেডিয়াম প্রাঙ্গণে আই টি মেলার আয়োজন করা হয়।
শেখ ইলিয়াস মিথুন
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














