বাল্যবিবাহ রোধ, সন্ত্রাস দমনসহ নানা সামাজিক সমস্যা মোকাবেলার পাশাপাশি রক্ষা করছে মূল্যবাণ প্রাণ। গত ৯ মাসে ১৭৬ জনের আত্মহত্যা প্রচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে জাতীয় জরুরি সেবা সেন্টার। জরুরী প্রয়োজনে পুলিশি সহায়তা পেতে সাধারণ মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে এই সেন্টারের টোল ফ্রি নম্বর ৯৯৯।
এরমধ্যে জাতীয় জরুরি সেবা বিভাগের পুলিশসুপার মো. তবারক উল্লাহ জানিয়েছেন, নানা ধরনের অভিযোগের পাশাপাশি গত ৯ মাসে ৯৯৯-এ কলের মাধ্যমে ১৭৬ জনের প্রাণ বাঁচাতে সক্ষম হয় পুলিশ। আত্মহত্যা করার চেষ্টা করছে এমন ফোন কোনো কোনো দিন একাধিকবারও আসছে। এরমধ্যে কাউকে কাউকে বুঝিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আবার কারও কারও কাউন্সেলিং করানো হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশে আত্মহত্যার প্রবণতা বেড়ে চলেছে। পুলিশ সদর দফতর ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে প্রায় সাড়ে ১১ হাজার মানুষ আত্মহত্যা করে। গড়ে প্রতিদিন ৩১ জন আত্মহত্যা করে। অপরদিকে ২০১৭ সালেও ১১ হাজার ৯৫ জনের আত্মহত্যার তথ্য দিয়েছে পুলিশ সদর দফতর।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














