সৌদি আরবের শ্রমবাজারে নারী কর্মীদের নিয়ে সৃষ্ট সমস্যা নিয়োগকর্তাদের নিয়ন্ত্রণ করা ছাড়া সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন বায়রা মহাসচিব শামীম আহম্মেদ চৌধুরী নোমান। সৌদির শ্রমবাজারে যে জটিলতার সৃষ্টি হয়েছে, তা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বায়রার কেন্দ্রীয় কার্যালয়ে মালয়েশিয়া ও সৌদি আরবের শ্রম বাজার নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন শামীম আহম্মেদ চৌধুরী নোমান। শ্রমবাজারে যেকোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে জানিয়ে বায়রা মহাসচিব বলেন, ‘আমাদের দেশে শ্রমিক পাঠানো নিয়ে কোনো সিন্ডিকেট নেই। সিন্ডিকেট করতে হলে সরকারিভাবে হতে হয়, মন্ত্রণালয় থেকে এটা নিয়ে অনুমতি নেই। মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে মার্কেট সবার জন্য উন্মুক্ত।’
বায়রা মহাসচিব শামীম আহম্মেদ চৌধুরী নোমান বলেন, ‘আমাদের মা-বোনরা সবাই ফেরত আসছেন থ্রু দ্য অ্যাম্বাসি। এই অ্যাম্বাসি কিন্তু ভ্যারিফাই করে দিচ্ছে কে কী কারণে ফেরত আসছে এবং রিপোর্টে লিখা আছে। মন্ত্রণালয়ে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়েছে যে আমাদের কাছে সহযোগিতা চাইলে, ওই এমপ্লোয়ি সম্পর্কে ডিটেইলস চাইলে আমরা সব তথ্য মন্ত্রণালয়কে দিয়ে সহযোগিতা করবো যাতে ওই নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এবং সেই নিয়োগকর্তাকে যেন ব্ল্যাকলিস্টেড করা যায়।’
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ