চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও সন্দ্বীপ চ্যানেলে বুধবার ডুবে গেছে ক্লিংকার বোঝাই তিনটি জাহাজ। দুর্ঘটনার পর বিমান ও নৌবাহিনী অভিযান চালিয়ে ২১ নাবিককে জীবিত উদ্ধার করেছে। তবে এখনো নিখোঁজ আছেন ছয়জন।
বুধবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ১৪০০ টন করে ক্লিংকার বোঝাই করে মুন্সিগঞ্জ ও নারায়নগঞ্জের দিকে যাচ্ছিলো এমবি টিটু ১৬/১৮/১৯। সাঙ্গু গ্যাস ফিল্ড এলাকা পার হওয়ার সময় উত্তাল সমুদ্রে তলা ফেটে ডুবে যায় একটি জাহাজের। পরপর দুই ঘন্টায় অদূরে একই রকম দুর্ঘটনার শিকার হয় আরও ২টি জাহাজ, যার একটি আংশিক এবং অন্যটি পুরোপুরি ডুবে যায়। ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনীর কয়েকটি জাহাজ ও বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার। ২টি জাহাজ থেকে নৌবাহিনী উদ্ধার করে ১০ জন আর বিমান বাহিনী ১১ জনকে। অন্য জাহাজটি চরের কাছে থাকায় সবাই স্থানীয়দের সহায়তায় নিরাপদে সরে যায়।
বিমান বাহিনী উদ্ধার হওয়া নাবিকরা ছয়জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন। নৌবাহিনীর তিনটি জাহাজ তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী ডুবে যাওয়া প্রতিটি জাহাজে ১৪০০ টন করে ক্লিংকার ছিলো।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














