বন্যা ও অতিবৃষ্টিতে এবার ফসলের ক্ষতি অন্তত হাজার কোটি টাকা। ক্ষতি পোষাতে চারাসহ অন্যান্য কৃষি উপকরণ দেয়ার উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর। এছাড়াও পরিকল্পনায় আছে চাষাবাদে নগদ টাকা সহায়তা দেয়ার।
দেশের ৩১ জেলায় ১ লাখ হেক্টরের বেশি জমিতে ফসলের ক্ষতি হয়েছে ১১ শত কোটি টাকার বেশী। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হিসেবে সবচেয়ে বেশি ২৯ হাজার ৬শ হেক্টর জমিতে ক্ষতি হয়েছে আমন ধানের। ক্ষতির তালিকায় আরো আছে ২২ হাজার হেক্টরের পাট। ফসলের এমন ব্যাপক ক্ষতিতে নি:স্ব প্রায় ৬ লাখ চাষী।ক্ষতি পুষিয়ে নিতে চাষীদের বিনামূল্যে চারা ও বীজসহ অন্যান্য কৃষি উপকরন দেয়ার কাজ শুরু করেছে কৃষি অধিদপ্তর। নগদ টাকা দেয়ার কথাও ভাবছে সরকার।
বন্যা ও অতিবৃষ্টি আর নদী ভাঙ্গনসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে এবার সবচেয়ে বেশি ফসলের ক্ষতি হয়েছে উত্তরাঞ্চলের ৯ জেলায়। এর পরিমান প্রায় ৭৭৬ কোটি টাকা। এর মধ্যে ২৯৩ কোটি টাকার বেশি ফসলের ক্ষতি হয়েছে বগুড়ায়।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














