মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা ও ফল প্রদর্শনী। বৃক্ষ মেলা উপলক্ষে আজ সকালে কালেক্টরেট প্রাঙ্গন থেকে শহরে বের করা হয় বর্নাঢ্য র্যালি। পরে কালেক্টরেট মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্টানিক উদ্বোধন করেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

জেলা প্রশাসক আলী আকবরের সভাপতিত্ব মেলার উদ্বোধনী অনুষ্টানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন- পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।

মেলার ২০ টি স্টলে এবার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ওষুধী গাছ ও ফল প্রদর্শিত হচ্ছে। মেলা উপলক্ষে কৃষি বিভাগ স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে।
শেখ ইলিয়াস মিথুন
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














