গত শনিবার জেলা প্রশাসকের সভাকক্ষে লেডিস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লেডিস ক্লাবের সভাপতি মিসেস রেহানা সুলতানা’র আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলার সুযোগ্য জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, স্থানীয় সরকার প্রশাসনের উপসচিব আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুহেনা মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী অফিসার খোদেজা খাতুন, লেডিস ক্লাবের সহ সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর সহধর্মীনি মিসেস হোসনে আরা রোজি, সহ সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সহধর্মীনি ডাঃ নিলুফার ইয়াসমিন, এনডিসি রাসেল মিয়া, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ আশরাফ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাশ্বতি শীল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোখসানা বেগম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরে তাসনীম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিমা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপারের সহধর্মীনি খন্দকার মিলি আবেদীন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সহধর্মীনি সুমাইয়া আফরোজ,

সদর এসিল্যান্ডের সহধর্মীনি, লেডিস ক্লাবের সহ সাধারণ সম্পাদক কুমকুম রহমান, ক্রীড়া সম্পাদক হাসিনা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ারা সুলতানা, সাহিত্য ও প্রচার সম্পাদক আফরোজা আক্তার ডিউ, নির্বাহী সদস্য আফিয়া খানম, হাসিনা শামীম, সুলতানা করিম ও অন্যান্য সদস্যবৃন্দ।

কে এম শাহীন রেজা
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ । 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে