নিখোঁজের এগারো দিন পর ময়মনসিংহ থেকে উদ্ধার হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে ইফতেখার আলম সৌরভ। ময়মনসিংহ থেকে ঢাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সৌরভকে।

৯ জুন চট্টগ্রাম থেকে নিখোঁজ হন ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবি’র ছাত্র সৌরভ।সম্পর্কে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওইদিন সন্ধ্যা সাতটার দিকে নগরীর আফমি প্লাজার সামনে ফোনে কথা বলছিলেন তিনি। পরে এক লোকের সাথে কথা বলতে বলতে পাশের একটি গলিতে হেঁটে যান। এরপর তার আর খোঁজ মেলেনি।অভিযোগ উঠে গুলশানের এক পোশাক ব্যবসায়ীর মেয়ের সাথে সম্পর্কের জেরে অপহরণ করা হয় সৌরভকে। গত ১৬ মে রাজধানীর বনানীর বাসা থেকে র‍্যাব তাকে আটকও করেছিল। নিখোঁজের পর সোহেল তাজের ফেসবুক পেজে দেয়া হয় একটি স্ট্যাটাস। পরে করা হয় সংবাদ সম্মেলন।

অবশেষে নিখোঁজের এগারো দিন পর ময়মনসিংহ থেকে উদ্ধার হন সৌরভ। উদ্ধারের বিষয়টি প্রথম জানা যায় সোহেল তাজের ফেসবুক লাইভ থেকে। এদিকে ময়মনসিংহে ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, রাতে মধুপুর বটতলা এলাকায় কে বা কারা সৌরভকে ফেলে রেখে যায়। খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়।সৌরভের শারীরিক অবস্থা ভাল আছে বলেও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে