বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের-বেবিচক নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান।

এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই নিয়োগ দিয়ে তাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।মোহাম্মদ মফিদুর রহমান বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন। একই প্রজ্ঞাপনে নাইম হাসানকে  বিমানবাহিনীতে প্রত্যাবর্তন করে তাঁকে সশস্ত্রবাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

নাইম হাসান ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর থেকে বেবিচকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে