কুমিল্লা প্রতিনিধি।। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লায় ঈদ উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৮ টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন ক্বারী মোহাম্মদ ইবরাহিম।এতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো. ওমর ফারুকসহ নগরীর বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশগ্রহন করেন।

এ ছাড়া নগরীর মুন্সেফবাড়ি, পুলিশ লাইন জামে মসজিদ, সুজা বাদশা জামে মসজিদ, কাপ্তান বাজার জামে মসজিদ, জানু মিয়া জামে মসজিদ, দারোগাবাড়ি জামে মসজিদসহ জেলার ১৭টি উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সাইফ উদ্দিন রনি
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে