কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রোববার উপজেলার ফিলিপনগর পিএসএস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন মাষ্টারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
আয়োজক সাংসদ সরওয়ার জাহান ইফতারে অংশ নেওয়ায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ধন্যবাদ জানান। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














